জীবনসঙ্গী
Updated: Jun 12, 2021

Photo by Jasmine Carter from Pexels
জীবনসঙ্গী
কলমে- রনি বক্সী ( Bong Boy Roni )
সকাল বেলার সূর্যকিরণ
দেখাই অনেক আশা
তোমার সাথে থাকবো আমি
থাকবে ভালোবাসা ।
সুখে থাকবো চিরকাল
থাকবে না কোন কষ্ট
ভালবাসাটা একই থাকবে
হবেনা সেটা নষ্ট ।
তোমার হাতে হাত রেখে
কাটবে এই জীবন,
তুমি সেই নারী
যাকে দিয়েছি আমার মন।
তুমি চাইলে এক কথাই
মরতে আমি রাজি
আজকে আমি তোমার সাথে
ধরলাম এই বাজি।
আমার থেকে বেশি তোমায়
বাসবে না কেও ভালো
তুমিই আমার জীবনসঙ্গী
তুমিই আমার আলো ।